ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড ‘এ’ দলে জেসি রাইডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
নিউজিল্যান্ড ‘এ’ দলে জেসি রাইডার সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে চারটি ওয়ানডে ম্যাচকে সামনে রেখে নিউজিল্যান্ড ‘এ’ দলে ফিরলেন জেসি রাইডার। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে।



জেসি রাইডার দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এ বছরের জানুয়ারিতে। হোম সিরিজে ভারতের বিপক্ষে তিনি সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।

আগামী ২৩ নভেম্বর দুবাইয়ে আইসিসি গ্লোবাল ক্রিকেট একাডেমিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে লড়বে নিউজিল্যান্ড। ২৬ তারিখে খেলবে আফগানিস্তানের বিপক্ষে এবং আয়ারল্যান্ডের ‍বিপক্ষে দু’টি ম্যাচ হবে যথাক্রমে ২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বর।

নিউজিল্যান্ড ‘এ’ স্কোয়াড:
কাইল মিলস(অধিনায়ক), ডিন ব্রাউনলি, ডেরেক ডি বুরডার, কলিন ডি গ্র্যান্ডহোম, অ্যানটন ডেবচিচ, মারটিন গাপটিল, ম্যাট হেনরি, মিচেল, ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনি, কলিন মুনরো, জেসি রাইডার এবং ডেনিয়েল ভেট্রোরি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘন্টা, ৩১ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।