ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মালালার নামে অনূর্ধ্ব-২১ নারী ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
মালালার নামে অনূর্ধ্ব-২১ নারী ক্রিকেট মালালা ইউসুফজাই

ঢাকা: শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাইয়ের নামে অনূর্ধ্ব-২১ নারী ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর চেয়ারম্যান শাহরিয়ার খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ১২টি আঞ্চলিক দল এবং ১৬৮ জন নারী ক্রিকেটার অংশ নিবেন।

শাহরিয়ার খান এ প্রসঙ্গে বলেন, ‘নোবেল বিজয়ী মালালার নামে টুর্নামেন্টের নামকরণের মাধ্যমে নারী ক্রিকেটাররা অনুপ্রেরণা পাবেন। মালালা তার এ পুরষ্কারের মধ্য দিয়ে শুধু নারীদেরই নয়, পুরো দেশের সম্মান বয়ে নিয়ে এসেছে। ’

গত ১০ অক্টোবর শিশুদের শিক্ষার জন্য কাজ করে আলোড়ন তোলা পাকিস্তানি কিশোরী মালালা শান্তিতে নোবেল পুরষ্কার পান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।