ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের কাছে ক্ষতিপূরণ চেয়েছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
ক্যারিবীয়দের কাছে ক্ষতিপূরণ চেয়েছে বিসিসিআই ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রায় চার কোটি ২০ লক্ষ মার্কিন ডলার অর্থ ক্ষতিপূরণ চেয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে।

ভারত সফরের মাঝ পথ থেকে সিরিজ বাতিল করায় বিসিসিআই এ ক্ষতিপূরণ দাবি করেছে বলে জানা যায়।



বিসিসিআই থেকে চিঠিতে আরো জানানো হয়, আগামী ১৫ দিনের ভেতরেই এ অর্থ তাদের দিতে হবে। বিসিসিআইয়ের সেক্রেটারি সঞ্জয় প্যাটেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। আর এ অর্থ ক্ষতিপূরণ হিসেবে না দিলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিসিসিআই কড়া পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে।

ক্ষতিপূরণের অর্থ পাওয়া না গেলে পরবর্তীতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি’র সঙ্গে বৈঠক করে পদক্ষেপ ঠিক করবে বিসিসিআই।

ভারত সফরে ক্যারিবীয়দের পাঁচটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু সিরিজের চতুর্থ ওয়ানডের পর বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে ঝামেলা হওয়ায় দেশে ফিরে যান তারা। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ১ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।