ঢাকা: আবুধাবীতে অনুষ্ঠিত পাকিস্তান-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অজিরা অলআউট হওয়ার আগে করেছে ২৬১ রান। ৩০৯ রানের বিশাল লিড নিয়ে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল।
এর আগে পাক ব্যাটসম্যানদের অসাধারণ নৈপূণ্যে প্রথম ইনিংসে তারা ৬ উইকেট হারিয়ে ৫৭০ রান করে। দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেন উইনিস খান (২১৩ রান)। এছাড়া তিন নম্বরে নামা আজাহার আলি করেন ১০৯ রান এবং অধিনায়ক মিসবাহ করেন ১০১ রান।
অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৬১ রান তুলতেই গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান আসে মিচেল মার্শের ব্যাট থেকে। ১১৬ বল খেলে ১৩টি চার আর একটি ছয়ে ৮৭ রান করেন তিনি।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে অজি দলপতি মাইকেল ক্লার্কের ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন ইমরান খান। এছাড়া দু’টি করে উইকেট পান জুলফিকার বাবর, রাহাত আলি এবং ইয়াসির শাহ।
৩০৯ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামা পাকিস্তান তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে করেছ ৬১ রান। ইনিংসের শুরুতে দলীয় ১৪ রানের মাথায় আহমেদ শেহজাদ ১৪ রান করে জনসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। দলীয় ২১ রানের মাথায় আরেক ওপেনার মোহাম্মদ হাফিজ ফেরেন ব্যক্তিগত ৩ রান করে।
দিন শেষে অপরাজিত রয়েছেন আগের ইনিংসে শতক হাঁকানো আজাহার আলি (২১ রান) এবং প্রথম ইনিংসের নায়ক ইউনিস খান (১৬ রান)।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘন্টা, ১ নভেম্বর ২০১৪ আপডেট: ২০০৫ ঘণ্টা