ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্রুততম শতক ও অর্ধ-শতকের রেকর্ড গড়লেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
দ্রুততম শতক ও অর্ধ-শতকের রেকর্ড গড়লেন মিসবাহ মিসবাহ উল হক

ঢাকা: আবু-ধাবীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্রুততম শতক ও অর্ধ-শতকের রেকর্ড গড়লেন মিসবাহ উল হক। এদিন অজি বোলার স্টেভেন স্মিথের এক ওভারে ২২ রান নিয়ে ২১ বলে অর্ধ-শতক পূর্ণ করেন এই পাকিস্তানী অধিনায়ক।

সেই সঙ্গে সাদা পোশাকে দ্রুততম অর্ধ-শতকের রেকর্ডের মালিক হয়ে যান তিনি।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন দ.আফ্রিকার অল-রাউন্ডার জ্যাক ক্যালিসের। তিনি ২০০৪ সালে কেপ টাউনে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ বলে অর্ধ-শতক করেন।

এদিকে ক্যারিবীয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের ২৯ বছর আগে গড়া দ্রুততম টেস্ট শতকের সঙ্গে ভাগ বসালেন মিসবাহ। এদিন ৫৬ বলে শতক পূর্ণ করেন তিনি।

এছাড়া এদিন শতক করেন দলের আরেক ব্যাটসম্যান আজহার আলী। তিনি প্রথম ইনিংসেও শতক হাকান। পরে তিন উইকেট ২৯৩ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে পাকিস্তান। অজিদের সামনে ৬০৩ রানে বিশাল লিড দেয় দলটি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।