ঢাকা: আবু-ধাবীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্রুততম শতক ও অর্ধ-শতকের রেকর্ড গড়লেন মিসবাহ উল হক। এদিন অজি বোলার স্টেভেন স্মিথের এক ওভারে ২২ রান নিয়ে ২১ বলে অর্ধ-শতক পূর্ণ করেন এই পাকিস্তানী অধিনায়ক।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন দ.আফ্রিকার অল-রাউন্ডার জ্যাক ক্যালিসের। তিনি ২০০৪ সালে কেপ টাউনে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ বলে অর্ধ-শতক করেন।
এদিকে ক্যারিবীয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের ২৯ বছর আগে গড়া দ্রুততম টেস্ট শতকের সঙ্গে ভাগ বসালেন মিসবাহ। এদিন ৫৬ বলে শতক পূর্ণ করেন তিনি।
এছাড়া এদিন শতক করেন দলের আরেক ব্যাটসম্যান আজহার আলী। তিনি প্রথম ইনিংসেও শতক হাকান। পরে তিন উইকেট ২৯৩ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে পাকিস্তান। অজিদের সামনে ৬০৩ রানে বিশাল লিড দেয় দলটি।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৪