ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২-০তে সিরিজ জিতে নিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
২-০তে সিরিজ জিতে নিল পাকিস্তান ছবি : সংগৃহীত

ঢাকা: আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৩৫৬ রানে হারিয়ে দ্বিতীয় টেস্ট জিতে নিল পাকিস্তান। এর ফলে দুই টেস্টের সিরিজটি ২-০তে জিতে নিল মিসবাহ বাহিনী।

আর এ জয়টি পাকিস্তানের যে কোনো দলের বিপক্ষে সবচেয়ে বড় জয় (রানের দিক দিয়ে)।

পাকিস্তানের করা প্রথম ইনিংসে ৫৭০ রানের বিশাল সংগ্রহের পর ব্যাটিংয়ে নেমে মাত্র ২৬১ রানেই গুটিয়ে যায় অজিরা। পাকিস্তানের হয়ে ২১৩ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেন ইউনিস খান। এছাড়া প্রথম ইনিংসে ১০৯ রান করেছিলেন আজাহার আলি এবং ১০১ রান করেছিলেন মিসবাহ উল হক।

৬ উইকেটে ৫৭০ রান করার পর ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬১ রানের মধ্যে সর্বোচ্চ রান এসেছিল মিচেল মার্শের ব্যাট থেকে। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনি করেন ৮৭ রান।

পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট চালাতে থাকে। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ রান করেন পাক দলপতি মিসবাহ। মাত্র ৫৭ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি।

এছাড়া গত ইনিংসের শতক হাঁকানো ৩৫টি টেস্ট খেলা আজাহার আলি এ ইনিংসেও শতক হাঁকিয়ে অপরাজিত থাকেন।

৩ উইকেট হারিয়ে ২৯৩ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ফলে, ৬০৩ রানের বিশাল টার্গেট দেয় অস্ট্রেলিয়ার সামনে।

পাহাড়সম রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৪৬ রানেই দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান আসে স্টিভেন স্মিথের ব্যাট থেকে।

এছাড়া দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেন ওপেনিংয়ে নামা ডেভিড ওয়ার্নার। আর ৪৭ রানের ইনিংস খেলেন গত ইনিংসের সর্বোচ্চ রান করা মিচেল মার্শ।

পাকিস্তানের হয়ে ৫টি উইকেট নেন জুলফিকার বাবর। এছাড়া ৩টি উইকেট পান ইয়াসির শাহ।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মিসবাহ এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ইউনিস খান।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘন্টা, ৩ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।