ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে বাধা নেই আল আমিনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
বোলিংয়ে বাধা নেই আল আমিনের ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি থেকে জানানো হয়েছে বাংলাদেশের পেস বোলার আল আমিনের হোসেনের বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই।

গত ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্ট শেষে পেসার আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা।

তারা আইসিসির কাছে রিপোর্ট করেছিল আল আমিনের কনুই বিধি মোতাবেক ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকানো।

তবে, আইসিসি পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছে, আল আমিনের বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই। তিনি তার স্বাভাবিক বোলিং নিয়ে খেলে যেতে পারবেন।

গত ২০ অক্টোবর চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আল-আমিন।

রিপোর্ট জানার পর আল আমিন তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আল্লাহ মহান। তার রহমতে আমার বোলিং এ কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ জাতীয় দলের ওডিআই’তে ফিরতে পারবো (চলমান সিরিজে)। আমার সকল ভক্তদের ধন্যবাদ জানাই। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।