ঢাকা: আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের আত্মজীবনি “ পেলেইং ইট মাই ওয়ে ”। এর আগে
শচীন তার আত্মজীবনীর প্রথম কপিটি তার মা রজনীকে দিয়েছেন।
ভারতের ব্যাটিং জিনিয়াস তার টুইটার বার্তায় টুইটের মাধ্যমে জানিয়েছেন, ‘ আমার বই এর প্রথম কপিটি মাকে দিলাম। ’ তিনি আরো জানান এই মহুর্তটি ছিল তার মা এর কাছে অতী মূল্যবান।
লিটল মাস্টার খ্যাত টেন্ডুলকারের ২৪ বছর এর খোলয়াড়ী জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার উপর এই আত্মজীবনী লেখা হয়েছে।
শচীন তার ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২০০টি টেস্ট খেলেছেন। যেখানে তিনি ৫৩.৭৮ গড়ে ১৫৯২১ রান করেছেন। আর ৪৬৩টি একদিনের ম্যাচে ৪৪.৮৩ গড়ে ১৮৪২৬ রান করেছেন। অসংখ্য রেকর্ডের মালিক শচীন টেস্ট ও ওডিআই মিলিয়ে ১০০টি শতক হাকিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৪