ঢাকা: বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ জিতে নিল স্বাগতিক বাংলাদেশ। প্রথম টেস্টে তিন উইকেটে জয় পাওয়া টাইগাররা দ্বিতীয় টেস্টে ১৬২ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল।
২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের টেস্টে অভিষেক ঘটে। সে ম্যাচে ভারতের কাছে ৯ উইকেটে পরাজিত হয় টেস্টের নবীনতম দলটি। এরপর পেরিয়ে গেছে প্রায় ১৪টি বছর। আর এ ১৪ বছরে চলমান সিরিজটি জয়ের আগে টাইগাররা জিতেছে মাত্র দুইটি টেস্ট সিরিজ।
প্রথম টেস্ট জিততে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় প্রায় চার বছর। ২০০৫ সালের জানুয়ারিতে এই জিম্বাবুয়ের বিপক্ষেই অধরা টেস্ট সিরিজ জয় করে বাংলাদেশ। দুই ম্যাচের প্রথম টেস্টটি টাইগাররা জিতে নেয় ২২৬ রানের বিশাল ব্যবধানে। আর দ্বিতীয় ও শেষটি ড্র করে। ফলে, ১-০তে সিরিজ জিতে বাংলাদেশ।
এরপর নিজেদের দ্বিতীয় টেস্ট সিরিজ জিততে বাংলাদেশকে আরো প্রায় সাড়ে ৪ বছর অপেক্ষা করতে হয়। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পায় টাইগাররা। সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরমেন্সে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই জিতে টাইগাররা।
সে বছরের জুলাইয়ে কিংসটনের প্রথম টেস্টে ৯৫ রানে এবং সেন্ট জর্জের দ্বিতীয় ও শেষ টেস্টে ৪ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।
আর চলমান টেস্টের প্রথমটিতে তিন উইকেটে এবং দ্বিতীয় টেস্টে ১৬২ রানে জিম্বাবুয়েকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিজেদের তৃতীয় টেস্ট সিরিজ জিতে নিল বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৪