ঢাকা: সোমবার বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেল জানিয়েছেন, মাঝপথে সিরিজ বাতিল করায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি পাঠিয়েছে।
প্যাটেল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি।
উল্লেখ্য, ভারত সফরের মাঝপথে সিরিজ বাতিলের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বিসিসিআই। ক্ষতিপূরণ অনাদায়ে বিসিসিআই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র দারস্থ হবে বলেও ক্যারিবীয় বোর্ডকে জানিয়ে দিয়েছিল।
তারই পরিপ্রেক্ষিতে এবার ক্ষমা চেয়ে বিসিসিআইয়ের নিকট একটি পত্র পাঠালো ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। তবে, বিসিসিআই জানিয়েছে, ২০২৩ সাল পর্যন্ত ক্যারিবীয়ান বোর্ড যা আয় করবে, তার পঞ্চাশ শতাংশ বিসিসিআইকে দিতে হবে।
আর এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে ২০ নভেম্বর বিসিসিআই তাদের বোর্ড মিটিংয়ে বসবে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৪