ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের খুব কাছাকাছি পৌছে গেছে পাকিস্তান। পাকিস্তানের দেয়া ৪৮০ রানের লক্ষে খেলতে নেমে দিন শেষে ১৭৪ রান তুলতেই আট উইকেট হারিয়েছে কিউইরা।
স্কোর: পাকিস্তান-৫৬৬/৩ ডিক্লে. ও ১৭৫/২ ডিক্লে
নিউজিল্যান্ড-২৬২ ও ১৭৪/৮(৫৪ ওভার)
এর আগে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজের অপরাজিত শতকের (১০১) পর দুই উইকেট হারিয়ে ১৭৫ রান করে ইনিংস ঘোষণা করে।
বিশাল রানের লক্ষে খেলতে নেমে শুরুটা দেখে শুনেই করে উদ্ভোধনী ব্যাটিংয়ে নামা টম ল্যাথাম ও ব্র্যান্ডন ম্যাকালাম। তবে দলীয় ৫৭ রানে লাথাম ২০ রান করে আউট হবার পর আসা-যাওয়ার মিছিল শুরু হয় দলটির শিরিরে। ম্যাকালাম সর্বোচ্চ ৩৯ রান করে ইয়াসির শাহর বলে এলবিডব্লিউ হয়ে সাজ ঘরে ফেরেন।
দলের অন্য দুই ব্যাটসম্যান মার্ক ক্রেইগ ও ইশ শোধী ২৭ রানে অপরাজিত থেকে আগামীকাল ব্যাটিংয়ে নামবেন। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন রাহাত আলী, জুলফিকার বাবর ও ইয়াসির শাহ।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৪