ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন জনসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন জনসন মিচেল জনসন

ঢাকা: আইসিসির বর্ষসেরা ক্রিকেটার স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জিতলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল জনসন। সেই সঙ্গে আইসিসির সেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হন এই বাহাঁতি।



এদিকে আইসিসির সেরা ওডিআই ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দ.আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

জনসন ২০১৩ আগস্ট থেকে ২০১৪ সেপ্টেম্বর পর্যন্ত টেস্টে ৫৯টি উইকেট পেয়েছেন। যেখানে তার গড় ছিল ১৫.২৩। আর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার সর্বশেষ পাঁচ ম্যাচের অ্যাশেজে ৩৭টি উইকেট নিয়েছিলেন তিনি।

এদিকে অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে জনসনের ইনিংস সেরা ছিল ৪০ রানে সাতটি উইকেট। টেস্টের পাশাপাশি তিনি ১৬ ম্যাচ খেলে ২১টি উইকেট পেয়েছিলেন।

জনসন এ নিয়ে দ্বিতীয়বারের মত আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন। এর আগে সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং ২০০৬ ও ২০০৭ সালে এই কৃতিত্ব গড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।