ঢাকা: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে না পারার সম্ভাবনাই বেশি অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের। তবে ক্লার্কের দ্রুতই সেরে উঠার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ফিজিও কনটোরিয়াস।
আলেক্স কনটোরিয়াস জানান, ‘ক্লার্কের ইনজুরি এমন বড় কিছু নয় যার জন্যে পুরো মৌসুম মাঠের বাইরে থাকতে হবে। ’
মাইকেল ক্লার্ক আগস্টে জিম্বাবুয়ে সফরে দলের অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। এরপর ত্রিদেশীয় সিরিজ না খেলেই দেশে ফিরে আসেন অজি অধিনায়ক। অবশ্য এরপর ইনজুরি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ফেরেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
কিন্তু পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আবারো ইনজুরিতে পড়েন মাইকেল ক্লার্ক।
অস্ট্রেলিয়ান ফিজিও ক্লার্কের বর্তমান অবস্থা ব্যাখা করে বলেন, ‘তিনি এখনো পুরোদমে অনুশীলন শুরু করেননি, ব্যাটিংও করছেন না তিনি। সবকিছু মিলিয়ে এখনই তার পক্ষে মাঠে নামা সম্ভব নয়। ’
২০১৫ বিশ্বকাপের কথা মাথায় রেখে মাইকেল ক্লার্ককে নিয়ে ঝুঁকি নিতে আগ্রহী নয় অজি টিম ম্যানেজমেন্ট।
তবে এধরনের পরিস্থিতি অজি অধিনায়কের জন্যে নতুন কিছু নয়। একই ইনজুরির কারণে ২০১৩ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি ক্লার্ক।
বাংলাদেশ সময় ১৩৫০ ঘন্টা, ২০ নভেম্বর ২০১৪