ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের জরিমানা

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
তামিমের জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ–জিম্বাবুয়ের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হবে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে। অন্যদিকে একই  ঘটনায়  ম্যাচ রেফারি তিরস্কার করেছে  মাসাকাদজাকে।



আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা নিশ্চিত করেছে।

গত বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি বিন মুর্তজার করা পঞ্চম ওভারে আম্পায়ারের ‘বিতর্কিত’ সিদ্ধান্তে কট বিহাইন্ড হয়ে যান মাসাকাদজা। ব্যাটে বল স্পর্শ না করায় আউটের সিদ্ধান্তের পর কিছুক্ষণ জায়গায় দাঁড়িয়ে ছিলেন তিনি।

প্যাভিলিয়নে ফেরার সময় তামিম কিছু একটা বললে ফুঁসে ওঠেন মাসাকাদজা। তেড়ে আসতে চান তামিমের দিকে। ততক্ষণে মাঠে চলে আসা জিম্বাবুয়ের দ্বাদশ খেলোয়াড় মাসাকাদজাকে শান্ত করার চেষ্টা করেন। ফেরার সময় রেগে গিয়ে মাটিতে সজোরে ব্যাট দিয়েও আঘাত করেন মাসাকাদজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তামিম দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন পড়েনি।

তামিম, মাসাকাদজার বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আনিসুর রহমান ও ক্রিস গ্যাফ্যানি এবং তৃতীয় আম্পায়ার শরফুদৌলা। তাদের অভিযোগে দুই খেলোয়াড়কে শাস্তি দেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘন্টা, ২৭ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।