ঢাকা: ইসরাইলের ঘরোয়া লিগে খেলা চলাকালিন বলের আঘাতে মৃত্যুবরণ করলেন এক ইসরাইলি আম্প্যায়ার। আর এই ঘটনাটি ঘটলো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে।
ইসরাইলের বন্দর নগর আশহুদে খেলা চলাকালিন স্ট্যাম্প বরাবর দাঁড়িয়েছিলেন হিলেল আওয়াস্কার নামের এই আম্প্যায়ার। পরে স্ট্রাইকিং পজিসনে ব্যাটসম্যান বলকে সজোড়ে আঘাত করলে বল এসে অপরপ্রান্তের স্ট্যাম্পে লেগে আওয়াস্কার মাথায় আঘাত করে।
পরে ইসরাইলের স্থানীয় এক পত্রিকার মাধ্যমে জানায়ায় বলের আঘাতে আওয়াস্কারের হূদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও দায়িত্বে থাকা ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।
৫৫ বছরের আওয়াস্কার ইসরাইল জাতীয় ক্রিকেট দলের হয়ে অধিনাকয়ের দায়িত্বও পালন করেছিলেন। আর ঘরোয়া লিগে তার সর্বোচ্চ ২৪৪ রানের রেকর্ড আছে।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ০১ ডিসেম্বর ২০১৪