ঢাকা: ক্রিকেট ইতিহাসে অভিষেক ম্যাচেই প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড করেছেন বাংলাদেশের বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ – জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে এই রেকর্ড গড়েছেন এই বাঁ হাতি স্পিনার।
ইনিংসের ২৭ তম ওভারের শেষ বলে পানিয়াঙ্গারেক বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন। এরপর ২৯ তম ওভারের প্রথম বলে নিয়াম্বুকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে অভিষেকেই হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তাইজুল। এরপরের বলেই চাতারাকে বোল্ড করলে রেকর্ড বুকে ঢুকে যান ২২ বছর বয়েসী এই ক্রিকেটার।
এর আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন ২০০৬ সালে শাহাদাত হোসেন এবং ২০১২ সালে আব্দুর রাজ্জাক জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছেন। এছাড়া ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন রুবেল হোসেন।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘন্টা, ডিসেম্বর ০১, ২০১৪