ঢাকা: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল লিজেন্ডস অব রুপগঞ্জের নাম পরিবর্তন করা হতে পারে, এমন আভাস পাওয়া গেছে। দলটির মালিক লুৎফর রহমান বাদল গাজী ট্যাংক ক্লাবটি কিনে নেওয়ার পর তার নাম পরিবর্তন করে লিজেন্ড অফ রুপগঞ্জ নাম দেন।
নাম পরিবর্তনের সময়ই প্রশ্ন উঠেছিল এই নামকরণ নিয়ে। কারণ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ঢাকা মহানগরীর বাইরে কোন জেলার নামে রেজিস্ট্রেশনের সুযোগ নেই। কিন্তু এরপরও এই নাম নিয়ে লিগে অংশগ্রহণের অনুমতি পেয়ে যায় লুৎফর রহমান বাদলের লিজেন্ড অব রুপগঞ্জ।
কিন্তু বুধবার বিসিবি এবং বিসিবির প্রেসিডেন্টকে নিয়ে অশালীন মন্তব্য করায় তার উপর রুষ্ট পুরো বিসিবি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে অনেক জল গড়িয়েছে। বিসিবির প্রভাবশালী একটি সূত্র নিশ্চিত করেছে ‘লিজেন্ড অব রুপগঞ্জ দলটির নাম পরিবর্তন হতে পারে, আগের নামেই বোধহয় তাদের ফিরে যেতে হবে। ’
তবে আগে কেন নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, ‘বোর্ড জানত না ঢাকার বাইরে কোন জেলার নাম তারা ব্যবহার করবে, বিষয়টি খতিয়ে না দেখেই অনুমতি দেওয়া হয়েছিল। ’
বাংলাদেশ সময়: ২০০১ ঘন্টা, ০৪ ডিসেম্বর ২০১৪