ঢাকা: অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্টে অল্পের জন্য বেঁচে গেলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। খেলার ৩০ ওভারে মিচেল জনসনের করা প্রথম বলে আউট হয়ে সাঝ ঘরে ফিরে যান মুরালি বিজয়।
তবে ওভারের দ্বিতীয় বলটি জনসন বাউন্সি দিলে বল সোজা এসে কোহলির মাথায় থাকা হ্যালমেটে এসে লাগে। সঙ্গে সঙ্গে নিরব হয়ে যায় পুরো স্টেডিয়াম। কোহলির কাছে দ্রুত দৌড়ে আসে ব্র্যাড হ্যাডিন, শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার। জনসনও দ্রুত কোহলির দিকে ছুটে আসে।
পরে ভারতীয় ব্যাটসম্যান হ্যালমেটটি খুলে ব্যাপারটি খতিয়ে দেখেন। আর মাঠের দুই অ্যাম্পায়ার ম্যারাইস ইরাসমাস ও ইয়ান গোল্ডও কোহলিকে দেখতে আসেন। তেমন কোন দুর্ঘটনা না ঘটেলে পরে কিছু সময় খেলা বন্ধ থাকার পর আবারো খেলা শুরু হয়।
এর আগে গত ২৫ নভেম্বর ঘরোয়া লিগে শেন অ্যাবোটের বাউন্সি বলে আঘাত পেয়ে দু’দিন কোমায় থাকার পর মারাযান অজি ব্যাটসম্যন ফিল হিউজ।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১৪