ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দিলশানের সেঞ্চুরিতে শেষ ম্যাচেও লঙ্কানদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
দিলশানের সেঞ্চুরিতে শেষ ম্যাচেও লঙ্কানদের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: তিলকেরত্নে দিলশানের ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরিতে সাত ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮৭ রানের বড় ব্যবধানে হারালো শ্রীলঙ্কা।

স্বাগতিকদের করা ছয় উইকেটে ৩০২ রানের জবাবে ৪৫.৫ ওভারে ২১৫ রানেই সবকটি উইকেট হারায় সফরকারিরা।

আর সেই সঙ্গে আগেই সিরিজ নিশ্চিত করা লঙ্কানরা ৫-২ ব্যবধানে বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবেই শেষ করলো।

এদিন খেলা শেষে আর প্রেমাদাসা স্টেডিয়ামের পুরো গ্যালারি বিদায় জানান মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারাকে। কারণ এ অভিজ্ঞ ক্রিকেটারদের হয়ত দেশের মাটিতে এটিই শেষ ম্যাচ।

এদিকে সিরিজের শেষ ম্যাচে ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ খেলতে নামেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার দিলশান। তবে এই ম্যাচে তিনি শুধুমাত্র সেঞ্চুরিই (১০১) করেন নি। আরো একটি মাইলফলক স্পর্শ করেছেন এ ডানহাতি। এদিন তিনি ১৫ তম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের নয় হাজার পূরণ করেন।

দলের হয়ে ৫৫ রান করে অপরাজিত থাকেন দিনেশ চান্দিমাল। এছাড়া ৫৪ রান আসে থিসারা পেরেরার ব্যাট থেকে।

টসে হারা ইংলিশরা পরে ব্যাট করতে নেমে জো রুটের ৮০ রান সত্বেও অন্য ব্যাটসম্যানরা ভালো স্কোর না করতে পারলে শেষ পর্যন্ত ২১৫ রানেই থামে তাদের ইনিংস। এদিন সেঞ্চুরি করার পর বোলিংয়ে এসেও তিনটি উইকেট নেন দিলশান। এছাড়া আরো তিনটি উইকেট পান সেকুগে প্রসন্না।

পুরো সিরিজে অসাধারণ পারফরম্যান্সে করা দিলশান ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হন।

বাংলাদেশ সশয়: ১১৫৮ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।