ঢাকা: কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম। আর এ সন্তানের জন্মদানের মধ্য দিয়ে তিনি তৃতীয়বারের মতো বাবা হলেন।

wasimmm_daughter_1
আকরামের দ্বিতীয় স্ত্রী শানেইরা আকরামের কোলে একটি কন্যা সন্তান আসে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে এ কন্যা সন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন পাকিস্তানি পেসারের ব্যক্তিগত সহকারী আরসালান শাহ। তিনি আকরামের সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের ছবিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পোস্ট করেন।
আকরামের প্রথম স্ত্রী হুমার আরো দুই পুত্র সন্তান রয়েছে। তাদের একজনের নাম তাইমুর আকরাম এবং অপরজনের নাম আকবর আকরাম। আকরাম ১৯৯৫ সালে হুমাকে বিয়ে করেন। হুমা ২০০৫ সালে মারা গেলে শানেইরাকে বিয়ে করেন আকরাম।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৪