ঢাকা: বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের বিশ্বকাপ নিয়ে খেলা শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ সময় দুপুর একটায় অস্ট্রেলিয়ান শল্যবিদ ডেভিড ইয়াং তার হাঁটুতে অস্ত্রোপচার করেন।
সফল অপারেশনের পর তামিম ইকবাল তার ফেইসবুকের ফ্যান পেইজের মাধ্যমেও সমর্থকদের কাছে দোয়াও চেয়েছেন।
তামিম ইকবালের ইনজুরি শঙ্কা কেটে যাওয়ায় দুঃশ্চিন্তামুক্ত হয়েছেন নির্বাচকরাও। প্রধান নির্বাচক ফারুক আহমেদ বাংলানিউজকে বলেন, ‘ আসলে অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ডের কন্ডিশনে তামিম খুবই গুরুত্বপুর্ন ক্রিকেটার। বিশেষ করে ঐ ধরনের কন্ডিশনে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তার সাম্প্রতিক ফর্ম এবং কন্ডিশন বিবেচনায় সে খুবই গুরুত্বপুর্ন খেলোয়াড়।
হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হয়ে শুক্রবার রাত দশটায় অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে তামিম নিজেও বেশ দুঃশ্চিন্তায় ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
** হাঁটুর অস্ত্রোপচারে তামিম
** তামিমের অস্ত্রোপচার হতে পারে সোমবার!
** শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন তামিম