ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিফলে গেল জয়াবর্ধনের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বিফলে গেল জয়াবর্ধনের সেঞ্চুরি কোরে অ্যান্ডারসন

ঢাকা: মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরির পরও ক্রাইচচার্চে অনুষ্ঠিত সাত ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। জয়ের লক্ষে খেলতে নেমে কোরে অ্যান্ডারসনের ৮১ রানের উপর ভর করে ৪২ বল বাকি থাকতেই এ জয় পায় স্বাগতিকরা।



স্কোর: শ্রীলঙ্কা ২১৮/৯(৫০ ওভার)
নিউজিল্যান্ড ২১৯/৭(৪৩.০)

এদিন অবশ্য দলীয় শুন্য রানেই মার্টিন গুপতিলকে হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের হাফ সেঞ্চুরিতে(৫১) এ ধকল কাটিয়ে উঠে দলটি। তবে অপরপ্রান্তে লঙ্কান বোলারদের দারুণ বোলিংয়ে উইকেট হারাতে থাকে কিউইরা। তবে শেষ দিকে অ্যান্ডারসনের ব্যাটিং দৃড়তায় সিরিজে লিড নেয় দলটি।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে জয়াবর্ধনের ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি সত্বেও বড় সংগ্রহ দাড় করাতে পারেনি সফরকারিরা। ডানহাতি এ ব্যাটসম্যান ১০৭ বলে ১২ চার ও এক ছয়ে ১০৪ রান করে মিচেল ম্যাকক্লেগানের বলে আউট হন।

তবে কিউই বোলার দের দাপুটে বোলিংয়ে দলের অন্য ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ২১৮ রান করে লঙ্কানরা। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে সর্বোচ্চ চার উইকেট নেন ম্যাকক্লেগান।

ম্যাচ সেরা হন দারুণ ব্যাটিং করে দলের জয় এনে দেয়া অ্যান্ডারসন। আগামী ১৫ জানুয়ারি হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওডিআই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।