ঢাকা: আইসিসির সর্বশেষ র্যাংকিং অনুযায়ী মহিলা ক্রিকেটে টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। সেইসঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলারের খেতাবটিও সালমার দখলে।
সালমার পরেই সেরা অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন শ্রীলঙ্কান অফ স্পিনার শশীকালা সিরিওয়ারদেনে। তৃতীয় স্থানে আছেন আইরিশ মিডিয়াম পেসার ইসোবেল জয়চে। সালমা, সিরিওয়ারদেনে ও ইসোবেলের রেটিং পয়েন্ট যথাক্রমে ২৯১, ২৮৭ ও ২৮৪।
অপরদিকে সেরা বোলারের তালিকায় নিউজিল্যান্ডের মোরনা নেলশনকে পেছনে ফেলেছেন সালমা। সালমা-নেলশনের পরে তৃতীয় স্থানে আছেন ইংলিশ স্পিনার ড্যানিয়েল হ্যাজেল। সালমা, নেলশন ও হ্যাজেলের রেটিং পয়েন্ট যথাক্রমে ৬৪৯, ৬৪৮ ও ৬৩৫।
উল্লেখ্য, সালমা এ পর্যন্ত ১৬টি ওডিআই ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ২৪৫ ও টি-টোয়েন্টিতে ৩৭৯ রান করেছেন। এ অফ স্পিনার বল হাতে ওডিআইতে নিয়েছেন ১৬ উইকেট এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ২৬ উইকেট।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা, জানুয়ারি ১১, ২০১৫