ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্রিকেটারদের সঙ্গে চুক্তির তালিকা সম্পন্ন করেছে। তবে, আন্তজার্তিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হওয়া সাঈদ আজমলকে ‘এ’ গ্রেড ক্যাটাগরিতে রেখেছে পিসিবি।
কেন্দ্রীয় চুক্তিতে চারটি ক্যাটাগরিতে মোট ৩৩ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বছরের মার্চে এ চুক্তির মেয়াদ শেষ হবে। তবে, এপ্রিলে আবারো নতুন চুক্তি করা হবে। উল্লেখ্য, ‘ডি’ গ্রেডে সুযোগ পাওয়া পেসার সোহেল খান ও লেগ স্পিনার ইয়াছির শাহ্ বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন।
গ্রেড ‘এ’ তে ছয়জন, গ্রেড ‘বি’ তে তিনজন, গ্রেড ‘সি’ তে ছয়জন এবং গ্রেড ‘ডি’ তে আঠারোজন ক্রিকেটারকে রাখা হয়েছে।
গ্রেড ‘এ’: মিসবাহ উল হক, ইউনুস খান, মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, শহীদ আফ্রিদি ও জুনাইদ খান।
গ্রেড ‘বি’: আহমেদ শেহজাদ, ওমর আকমল ও ওমর গুল।
গ্রেড ‘সি’: আসাদ শফিক, আজহার আলী, আদনান আকমল, খুররাম মঞ্জুর, নাসির জামশেদ ও আবদুর রেহমান।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘন্টা, জানুয়ারি ১৫, ২০১৫