ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল কিউই-লংকানদের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, জানুয়ারি ১৭, ২০১৫
বৃষ্টিতে ভেসে গেল কিউই-লংকানদের ম্যাচ ছবি : সংগৃহীত

ঢাকা: বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় একদিনের ম্যাচ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৮.৫ ওভার পরেই কিউইদের ইনিংসে হানা দেয় বৃষ্টি।

পরে বৃষ্টি অনবরত ভাবে হতে থাকায় মাঠের অ্যাম্পায়ার খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন।

এর আগে স্বাগতিকরা তাদের ইনিংসের শুরুটা ভালোই করে। ওপেনিং জুটিতে অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে ৪০ রানের পার্টনারশিপ গড়েন মার্টিন গাপটিল। তবে ম্যাকালাম ব্যক্তিগত ২৮ রানে আউট হলেও গাপটিল ৭৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন।

এদিন খেলার প্রথমে সফরকারিরা বোলিংয়ে খুব একটা সুবিধে করতে না পারলেও পরবর্তীতে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ একাই কিউইদের ইনিংসের তিনটি উইকেট তুলে নেন। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল হয়নি।

সাত ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় আছে দু’দল। আগামী ২০ জানুয়ারি নেলসনে দু’দলের চতুর্থ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।