ঢাকা: ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড দলের অনুশীলনে যোগ দিয়েছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। তবে, খেলোয়াড় হিসেবে নয় ইংল্যান্ড ক্রিকেট দলের বোলিং পরামর্শক হিসেবে এসেছেন ফ্লিনটফ।
দীর্ঘ ছয় বছর পর ইংল্যান্ডের অনুশীলনে যোগ দিয়েছেন ৩৭ বছর বয়সী ফ্লিনটফ। তিনি ২০০৯ সালের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। বোলিং পরামর্শক হিসেবে যোগ দিয়ে নেটে বোলিং করেছেন ফ্লিনটফ।
ফ্লিনটফ ২০১০ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এর আগের বছর অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাশেজ সিরিজের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তবে, গত বছর ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে ফ্লিনটফের টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন ঘটে। বর্তমানে এ অলরাউন্ডার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন।
উল্লেখ্য, ফ্লিনটফ ইংল্যান্ডের হয়ে ১৪১টি ওয়ানডে ম্যাচ খেলে ৩২.০১ গড়ে ৩ হাজার ৩৯৪ রান সংগ্রহ করেছেন। ওডিআই ক্যারিয়ারে আঠারটি ফিফটির পাশাপাশি তিনটি সেঞ্চুরি করেছেন ফ্লিনটফ। এছাড়াও, ওডিআই বোলিংয়ে ৪.৩৯ ইকোনমি রেটে ১৬৯টি উইকেট নিয়েছেন এ ডানহাতি বোলার।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘন্টা, জানুয়ারি ১৮, ২০১৫