ঢাকা: বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উড়াল দেয়ার আগে পাকিস্তান ক্রিকেট দল তালেবানদের গুলিতে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে যারা আহত হয়েছিলেন তাদের দেখতে হাসপাতালে গেলেন।
গতবছরের ১৬ ডিসেম্বর তালেবানদের বর্বরোচিত হামলায় শিশুসহ প্রায় দেড়শো জন নিহত হয়েছেন।
পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ বলেন, এখানে আহত শিশুরা আমাদের কথা দিয়েছে তারা আমাদের খেলা দেখবে ও আমাদের সমর্থন করবে। সঙ্গে তারা এটিও বলেছে, আমাদের জয়ের জন্য তারা দোয়া করবে।
১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে উমর আকমলরা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ১৮ জানুয়ারি ২০১৫