ঢাকা: ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছিলেন গুরুত্বপূর্ন অর্ধশতকের এক ইনিংস। দলের জয়সূচক বাউন্ডারিটাও এসেছিল তার ব্যাট থেকে।
মঙ্গলবার প্র্যাকটিস শেষে দুপুরে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্যতো থাকেই। বিশ্বকাপ একটি বড় মঞ্চ। সকলে চাইবে নিজেকে মেলে ধরতে, আমারো লক্ষ্য আছে। তবে আশা করি আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি তাহলে আমাদের ব্যাটসম্যানরাও সেরা পাঁচে থাকতে পারবে। ’
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কন্ডিশন নিয়ে আলোচনার শেষ নেই। তবে দুঃশ্চিন্তা করছেন না মিডল অর্ডারের অন্যতম ভরসা মুশফিকুর রহিম, ‘কন্ডিশন নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু আমার মনে হয় সমস্যা হবে না। অস্ট্রেলিয়ান কন্ডিশনে হয়তো বাউন্স থাকবে, তবে ওরকম সিমিং উইকেট হবে না। আমাদের যেমন প্রস্তুতি, আশা করি আমরা ভালো খেলব। ’
মুশফিকুর রহিম দলীয় লক্ষ্যের কথাও জানালেন। দলের অন্যান্যদের মতো তারও স্বপ্ন কোয়ার্টার ফাইনাল। মুশফিক বলেন, ‘আমরা যদি প্রথম ম্যাচে ভালো শুরু করতে পারি তাহলে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে, আমাদের চারটি ম্যাচ জিততে হবে, নিজেদের সামর্থ্য অনুসারে খেললে যে কাউকে হারাতেই পারি, চেষ্টা থাকবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার। ’
দেশের মধ্যে যে প্র্যাকটিস সেশন হয়েছে তাও টাইগারদের জন্যে বেশ সহায়ক হবে বলে মনে করছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ সময়:১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫