ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

হ্যাপি বিপর্যয় কাটিয়ে উঠেছেন রুবেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
হ্যাপি বিপর্যয় কাটিয়ে উঠেছেন রুবেল ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভালো পারফর্ম করাই বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের মূল লক্ষ্য। অন্য কোনো বিষয় নিয়ে তিনি এখন ভাবছেন না বলেই সাংবাদিকদের জানালেন।



বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

নাজনীন আখতার হ্যাপির করা নারী নির্যাতন মামলায় কিছুদিন বেশ কঠিন সময় পার করেছিলেন জাতীয় দলের এই পেসার। এ প্রসঙ্গ তুলতেই সাংবাদিকদের কাছে রুবেলের সহজ উত্তর, ‘আমি দেশের জন্যে খেলছি এটাই বড়, বিশ্বকাপে কিভাবে ভালো করব সেটাই বড় চ্যালেঞ্জ। আর আমি মানসিক বিপর্যয় কাটিয়ে উঠেছি। ’

এদিকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কন্ডিশনে পেসারদের ওপর বাড়তি কোনো চাপ থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুবেল বলেন, ‘আমরা বাড়তি কোনো চাপ অনুভব করছি না। আশা করি ওখানে আমাদের বোলাররা ভালো বল করবে। ’

তিনি আরও বলেন, ‘আমরা দলীয়ভাবে ডেড ওভারগুলোতে ইয়র্কার ও বাউন্সি বল করার চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫/আপডেট: ১৫৫৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।