ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

রোববার থেকে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
রোববার থেকে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড

ঢাকা: ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা রোববার থেকে মাঠে গড়াচ্ছে।   তবে রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের ম্যাচের ভেন্যু পরিবর্তন করে মিরপুরে নিয়ে আসা হয়েছে।

খেলাটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।

দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিভাগ এবং ঢাকা মেট্রোর খেলাটি হবে ফতুল্লায়। রংপুর বিভাগ এবং সিলেট বিভাগের খেলাটি হবে বিকেএসপির তিন নম্বর মাঠে আর খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের ম্যাচটি হবে বিকেএসপির দুই নম্বর মাঠে।

প্রথম শ্রেনীর এই  লিগের প্রথম রাউন্ডে জয় পেয়েছে ঢাকা বিভাগ, রংপুর বিভাগ, ঢাকা মেট্রো এবং খুলনা বিভাগ।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।