ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরুর আগেই বিশ্বকাপ শেষ জুনায়েদ খানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
শুরুর আগেই বিশ্বকাপ শেষ জুনায়েদ খানের জুনায়েদ খান

ঢাকা: পাকিস্তানের বাঁহাতি পেস বোলার জুনায়েদ খান আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। ফিটনেস ঘাটতির কারনে পাকিস্তান দল থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে।

জুনায়েদের পরিবর্তে নতুন কোনো পেসারকে শিঘ্রই দলে অর্ন্তভূক্ত করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
 
১৫ জানুয়ারি লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুশীলনকালে হাঁটুর ইনজুরিতে পড়েন জুনায়েদ। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে নিজেকে প্রত্যহার করে নেন তিনি।
 
জুনায়েদের বিকল্প হিসেবে বিলাল ভাট্টিকে দলে রেখেছিল পাকিস্তান।

উল্লেখ্য, জুনায়েদ খান পাকিস্তানের পেস আক্রমনের অন্যতম এক শক্তি। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৪৮ ওয়ানডেতে ৭৫ উইকেট দখল করেছেন এই পেসার।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি, ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।