ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জুনায়েদের পরিবর্তে পাক স্কোয়াডে রাহাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
জুনায়েদের পরিবর্তে পাক স্কোয়াডে রাহাত রাহাত আলী ও জুনায়েদ খান

ঢাকা: ফাস্ট বোলার জুনায়েদ খানের পরিবর্তে পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রাহাত আলী। এক বিবৃতির মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

তবে দলের এ পরিবর্তনকে অনুমোদন দিতে হবে আইসিসি’র টেকনিক্যাল কমিটিকে।

রাহাত এখন পর্যন্ত পাক দলের হয়ে মাত্র একটি এক দিনের ম্যাচ খেলেছেন। তবে সাত বছরের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের এ ক্রিকেটার দলের হয়ে ১১টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন। সর্বশেষ শারজায় নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছিলেন এ বাঁহাতি।

এর আগে ফিটনেস ঘাটতির কারনে পাকিস্তান দল থেকে সরিয়ে দেয়া হয়েছিল জুনায়েদেকে।
 
১৫ জানুয়ারি লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুশীলনকালে হাঁটুর ইনজুরিতে পড়েন জুনায়েদ। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে নিজেকে প্রত্যহার করেন জুনায়েদ।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।