ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসি’র অনুমতি পেলেন রাহাত আলী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
আইসিসি’র অনুমতি পেলেন রাহাত আলী

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ডের আবেদনের প্রেক্ষিতে জুনায়েদ খানের পরিবর্তে পাকিস্তান দলে রাহাত আলীকে নেয়ার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া একাদশ বিশ্বকাপে পাক দলে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাহাতকে অনুমোদন দেয় বিশ্বকাপ ইভেন্ট টেকনিক্যাল কমিটি।

এর আগে হ্যামিস্ট্রিং ইনজুরিতে থাকা জুনায়েদ নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে পারেন নি।

পরে নিজেকে ফিট প্রমাণ করতে না পারায় বিশ্বকাপ স্কোয়াড থেকে জুনায়েদের নাম প্রত্যাহার করা হয়।

২৬ বছর বয়সী রাহাত এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে পাকদের হয়ে ১১টি টেস্টে ৩১ উইকেট নিয়েছেন এ বাঁহাতি।

আগামী ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেড ওভালে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের মাধ্যমে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।