ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বোলিংয়ে ছাড়পত্র পেলেন গাজী ও আজমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বোলিংয়ে ছাড়পত্র পেলেন গাজী ও আজমল

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে আবারো বোলিং করার অনুমতি পেলেন বাংলাদেশি অফ স্পিনার সোহাগ গাজী ও পাকিস্তানের সাইদ আজমল। আইসিসি’র বোলিং টেস্ট শেষে ছাড়পত্র পান এ দুই তারকা।



আইসিসি’র বোলিং টেস্ট করার পর দেখা যায় দুই স্পিনারই নিয়ম অনুযায়ী হাতের কুনই ১৫ ডিগ্রীর কম ভাঙেন।

এর আগে আম্পায়ারদের সন্দেহে পড়ে বোলিং থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন গাজী ও আজমল।

গত ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে স্যার রামচন্দ্র ইউনিভার্সিটিতে বোলিং পরীক্ষা করান তারা দু’জন।

গত বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আম্পায়ারদের সন্দেহে পড়েন গাজী। পরে অক্টেবরে ইংল্যান্ডের কার্ডিফে বোলিং পরীক্ষা করালে বোলিং থেকে নিষেধাজ্ঞা পান তিনি।

পাশাপাশি গত সেপ্টেম্বরে আজমলের সকল বোলিং অবৈধ ঘোষণা করা হলে তিনিও নিষেধাজ্ঞা পান। তখন তার কনুই ৪২ ডিগ্রীর বেশি ঘুরতো।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।