ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ছিটকে গেলেন ইশান্ত শর্মা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
ছিটকে গেলেন ইশান্ত শর্মা ইশান্ত শর্মা

ঢাকা: বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। মহেন্দ্র সিং ধোনীর দলের পেস অ্যাটাকের অন্যতম ভরসা ইশান্ত শর্মা হাঁটুর ইনজুরির কারণে বাদ পড়েছেন দল থেকে।

তার জায়গায় মোহিত শর্মার দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে।

হাঁটুর ইনজুরির কারণে  বক্সিং ডে টেস্টের পর থেকে আর কোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করতে পারেননি ইশান্ত শর্মা।   তার হাঁটুর ইনজুরির কারণে সম্প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় একদিনের টুর্নামেন্টেও দলে রাখা হয়নি।

তবে ভারতের জন্যে সুখবর হলো রোহিত শর্মা এবং আরেক পেসার ভুবনেশ্বর কুমার ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন।   ত্রিদেশীয় টুর্নামেন্টে রোহিত হ্যামস্ট্রিং ইনজুরির কারণেই একটি ম্যাচ খেলেছিল। অন্যদিকে গোড়ালির ইনজুরির কারণে চার ম্যাচ সিরিজের প্রথম তিনটি টেস্ট খেলতে পারেনি ভুবনেশ্বর কুমার।

ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা জানিয়েছেন, রোববার অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে মাঠে নামার মতো সুস্থ হয়ে উঠেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘন্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।