ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তরুণদের নিয়ে আশাবাদী মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
তরুণদের নিয়ে আশাবাদী মাশরাফি

ঢাকা: ক’দিন বাদেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এবারের আসরে দলের তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রাখছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিশ্বকাপে অভিজ্ঞ ও তরুণদের নিয়ে বাংলাদেশ দল ভালো কিছু করতে পারবে বলে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন মাশরাফি।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনের মধ্যে মাশরাফি, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম তাদের তৃতীয় বিশ্বকাপ খেলবেন। মাহামুদুল্লাহ রিয়াদ ও পেসার রুবেল হোসেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নেবেন। বাকি নয়জনের বিশ্বকাপে অভিষেক ঘটবে।

মাশরাফি বলেন, ‘বিশ্বকাপের মতো বড় আসরে ভালো খেলতে পারাটা এতো সহজ নয়। কিন্তু, আমি দলের তরুণ খেয়োয়াড়দের নিয়ে আশাবাদী। যদিও তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। আশা করছি তারা নিজেদের সেরাটা দিয়ে দলকে সহায়তা করতে পারবে। ’

দেশসেরা এই পেসার আরো বলেন, ‘দলে মুশফিক, তামিম ও সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। মাহমুদুল্লাহ ও নাসির হোসেনও অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার। অভিজ্ঞ ও তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ দলেরও ভালো করার সুযোগ রয়েছে। ’

ভক্ত-সমর্থকরা বাংলাদেশ দলকে কোয়ার্টার ফাইনালে দেখতে চায় বলে জানান মাশরাফি। তিনি বলেন, ‘কোয়ার্টার ফাইনাল অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আফগানিস্তান ও স্কটল্যান্ডের পাশাপাশি বড় দুই দলকে হারাতে হবে। ’

তবে, আমরা নির্দিষ্ট কোনো দলকে লক্ষ্য করে খেলতে রাজি নন নরাইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। বাংলাদেশ দলের ‍অধিনায়ক বলেন, ‘প্রতিটি দলের বিপক্ষেই আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আশা করছি, নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো দলকেই হারানো সম্ভব। ’

উল্লেখ্য, আফগানিস্তান ও স্কটল্যান্ড ছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশ দলের অন্য প্রতিপক্ষরা হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘন্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।