ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

‘ইনিংসটাকে আরো লম্বা করতে চাই’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
‘ইনিংসটাকে আরো লম্বা করতে চাই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলংকা সফরে তেমন কিছু করে দেখাতে পারেনি ১৯ বছর বয়সী ক্রিকেটার সাদমান ইসলাম। তবে দেশে ফিরেই জাতীয় ক্রিকেট লিগে সেঞ্চুরি করায় সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুঁচেছে তার।



রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে প্রথম শ্রেনির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ১১৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন সাদমান ইসলাম। তাতেও তৃপ্ত হন তিনি! ইনিংসটাকে আরো লম্বা করতে চান এ ক্রিকেটার। দিনের খেলা শেষে বাংলানিউজকে সাদমান বলেন, খুব ভালো লাগছে। জাতীয় লিগে এটি আমার প্রথম সেঞ্চুরি। দলের প্রয়োজনে কাল (সোমবার) ইনিংসটাকে আরো লম্বা করতে চাই। ’

২২১ বলে ২০টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি পূর্ন করেন সাদমান। শেষ পর্যন্ত ২৬৪ বলে ২২টি চারে ১১৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন এ তরুণ ক্রিকেটার। সাদমানের সেঞ্চুরিতে বরিশালের বিপক্ষে চারদিনের ম্যাচের প্রথম দিন শেষ ঢাকা মেট্টোর সংগ্রহ ৪ উইকেটে ২৩৮ রান।

৫ রানে অপরাজিত থাকা আসিফ আহমেদকে নিয়ে সোমবার দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন সাদমান ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।