ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিফলে দিলশানের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
বিফলে দিলশানের সেঞ্চুরি তিলেকরত্নে দিলশান

ঢাকা: নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সোমবার ক্রাইস্টচার্চে বৃষ্টি আইনে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়েছে পোটিয়ারা।



তিলেকরত্নে দিলশানের সেঞ্চুরিতে ৪৪.৪ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারনে দীর্ঘ সময় নষ্ট হওয়ায় শ্রীলংকাকে আর ব্যাটিংয়ে না নামিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৫ ওভারে ১৮৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়।

ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা ও ডি ককের ১১৬ রানের ওপেনিং জুটিতে শুরু থেকেই জয়ের কক্ষপথে থাকে দক্ষিণ আফ্রিকা। শেষ পযন্ত পাঁচ উইকেট হারিয়ে ম্যাচের ৩ বল বাকি খাকতেই জয় পায় ডি ভিলিয়ার্সের দল।

ডি কক ৬৬ ও হাসিম ‍আমলা ৪৬ রান করেন।

লংকান স্পিনার রঙ্গনা হেরাথ নিয়েছেন তিনটি উইকেট।

ক্রাইস্টচার্চে তিলকারত্নে দিলশানের ৮৩ বলে ১০০ রানের ইনিংসটি বিফলে গেছে। বৃষ্টির কারনে বড় স্কোর গড়ার পথ রচনা করেও হারতে হয়েছে তার দলকে। অবশ্য দিলশানের সেঞ্চুরি ছাড়া বাকি কেউ বড় ইনিংস খেলতে পারেননি। তবে অর্ধশতক পেয়েছেন ম্যাথিউজ। ৪৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন এ লংকান অধিনায়ক।

আগামি বুধবার হাগলি ওভালে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।

একই দিনে লিংকন ওভালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে শ্রীলংকা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।