ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসকিন ফেরালেন মিসবাহকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
তাসকিন ফেরালেন মিসবাহকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করছে বাংলাদেশ। পাকিস্তানের ৬ উইকেট ফেলে দিয়েছে টাইগাররা।

সর্বশেষ তাসকিন আহমেদ ১০ রান করা মিসবাহকে বোল্ড করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়েছে। ৪৪ ওভারে ২১২ রান তুলেছে পাকিস্তান। হাতে রয়েছে আর ৪ উইকেট। ৩৬ বলে আরও ৩৫ রান দরকার পাকিস্তানের।

পাকিস্তানের দলীয় ৮ রানের মাথায় দুই ওপেনার আহমেদ শেহজাদ (৫ রান) আর সরফরাজ আহমেদ (১ রান) বিদায় নেন। এরপর ইউনুস খান ব্যাটিংয়ের হাল ধরে ২৫ রান করে তাসকিনের বলে সাজঘরে ফেরেন। হারিস সোহেলের (৩৯) উইকেটটি নেন মাহামুদুল্লাহ। আর আকমল আউট হন ৩৯ রান করে।

এরপর মাশরাফির শিকারে সাজঘরে ফেরেন উমর আকমল। মাশরাফির বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ধরা দেন আকমল।

প্রথম ইনিংসে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের ১৬৮ রানের পার্টনারশিপে ভর করে পাকিস্তানের বিপক্ষে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।