ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চালকের আসনে রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
চালকের আসনে রংপুর

ঢাকা: ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খুলনার বিপক্ষে চালকের আসনে রয়েছে রংপুর বিভাগ। তৃতীয় দিন শেষে ৩১৫ রানের লিড নিয়েছে তারা।

হাতে আছে দুই উইকেট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ ৮ উইকেটে ২১৮ রান।  

প্রথম ইনিংসে ৩১০ রান তুলেছিল রংপুর বিভাগ। জবাবে মাহমুদুল হাসান ও সজ্ঞিত সাহার বোলিং তোপে ২১৩ রানে শেষ হয় খুলনার প্রথম ইনিংস। মাহমুদুল   ‍পাঁচটি ও সজ্ঞিত নেন চারটি উইকেট।

প্রথম ইনিংসে ৯৭ রানে এগিয়ে থেকে মঙ্গলবার দ্বিতীয় ইনিংসের সূচণা করে রংপুর। তানভির হায়দারের ৮৩ ও ধিমান ঘোষের ৬১ রানে ভর করে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২১৮ রান সংগ্রহ করেছে রংপুর।

খুলনার বোলার মোস্তাফিজুর রহমান নিয়েছেন চারটি উইকেট।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।