ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টসে জিসে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত লঙ্কানদের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
টসে জিসে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত লঙ্কানদের ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ১১তম আসরের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে লঙ্কানরা।



শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সাড়ে তিনটায় এ টস অনুষ্ঠিত হয়।

এরই মধ্যে দু’দলের চুড়ান্ত একাদশ ঘোষণা করা হয়েছে।

শ্রীলঙ্কা একাদশ
অ্যাঞ্জেলো ম্যাথুজ, তিলকরত্মে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, দিমুথ করুরারাত্নে, জীভান মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ।

নিউজিল্যান্ড একাদশ
ব্রেন্ডন ম্যাকালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি, লুক রঞ্চি ও রস টেইলর।

সদ্য শেষ হওয়া দুই ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হার‍ায় কিউইরা। এর আগে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ৪-২ ব্যবধানে হার‍ায় তারা।

বিশ্লেষকরা বিশ্ব ক্রিকেটে ব্ল্যাকক্যাপসদের ডার্ক হর্স হিসেবেই বিবেচনা করেন সবসময়। বিশ্বকাপ মঞ্চে দশটি আসরের মধ্যে ছয়টি আসরেই সেমিফাইনাল খেলেছে দলটি। ভালো শুরু করেও সেমিফাইনালে গিয়ে থেমে যাওয়ার আক্ষেপ নিয়ে ৭৫, ৭৯, ৯২, ৯৯, ২০০৭ ও ২০১১ এর বিশ্বকাপ মিশন শেষ করেছে এবারের সহ-আয়োজকরা।

১৯৯২ সালেও সহ-আয়োজক ছিল এই নিউজিল্যান্ড। সেবারও দুর্দান্ত খেলে সেমিফাইনালে উঠে আসে মার্টন ক্রোর দলটি। কিন্তু সেবার পাকিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।

এবার কি ইতিহাস বদলাতে পারবে ব্রেন্ডন ম্যাককালামের নিউজিল্যান্ড? ইতিহাস বদলাতে পারুক বা না পারুক ফেবারিট হিসেবেই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে কিউইরা।

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।