ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরুতে মারমুখী ম্যাককালাম

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
শুরুতে মারমুখী ম্যাককালাম ব্রেন্ডন ম্যাককালাম

ঢাকা: বিশ্বকাপের ১১তম আসরের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে লঙ্কানরা।



শনিবার বাংলাদেশ সময় সাড়ে তিনটায় এ টস অনুষ্ঠিত হয়। টস হেরে ব্যাটিংয়ে নামে কিউইরা। স্বাগতিক দলের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম। আর লংকানদের হয়ে বোলিং শুরু করেন নুয়ান কুলাসেকারা।

ম্যাককালামের কিছুটা হাত খুলে খেলায় সর্বশেষ ৫ ওভারে স্বাগতিকরা করেছে ৩৮ রান। কিউই দলপতি করেছেন ৮ বলে তিন চারের সাহায্যে ১৪ রান। আর গাপটিল করেছেন ২৩ বলে ২০ রান।

শ্রীলঙ্কা একাদশ:
অ্যাঞ্জেলো ম্যাথুজ, তিলকরত্মে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, দিমুথ করুরারাত্নে, জীভান মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ।

নিউজিল্যান্ড একাদশ:
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি, লুক রঞ্চি ও রস টেইলর।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

** টস হেরে ব্যাটিংয়ে নেমেছে কিউইরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।