ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাককালামের প্রথম মারকুটে অর্ধশতক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ম্যাককালামের প্রথম মারকুটে অর্ধশতক ব্রেন্ডন ম্যাককালাম

বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরের প্রথম অর্ধশতক করলেন ব্রেন্ডন ম্যাককালাম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকে স্বভাবসুলভ মারমুখি ভঙ্গিতে ব্যাট চালাচ্ছেন কিউই এ ওপেনার।

৮ চার এবং একটি ওভার বাউন্ডারির মাধ্যমে ৩৫ বল খেলে এ আসরের প্রথম হাফ সেঞ্চুরি করেন ম্যাককলাম।

এ নিয়ে একদিনে আন্তর্জাতিক ম্যাচে ২৮টি অর্ধশতকের মালিক হেলন তিনি। আর শতক রয়েছে ৫টি। ২৪০ ম্যাচ খেলে ৩০.২৭ গড় নিয়ে মোট রান করেছেন ৫ হাজার ৪৮০।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে স্বাগতিকরা।

কিউইদের আরেক ওপেনার গাপটিলকে সঙ্গে নিয়ে মালিঙ্গা-কুলেসেকারাদের ভালই সামাল দিচ্ছে ম্যাককালাম। এখন দেখার বিষয় তার ইনিংসটাকে কতদূর নিতে পারেন।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ার ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।