ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শততম ম্যাচে অর্ধশতক বঞ্চিত গাপটিল

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
শততম ম্যাচে অর্ধশতক বঞ্চিত গাপটিল মার্টিন গাপটিল

বিশ্বকাপের এ আসরের প্রথম ম্যাচ, সেই সঙ্গে নিজের শততম ম্যাচ। দুয়ে মিলে শুরুটা ভালই করেছিলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে নিয়ে দুরন্ত সূচনা এনে দিয়েছিলন দলকে।

তবে প্রথম ম্যাচে কিছুটা হতাশা নিয়ে সাজঘরে ফিরে যেতে হল গাপটিলকে। নিজের শততম ম্যাচে অর্ধশতক বঞ্চিত হলেন তিনি। ব্যক্তিগত ৪৯ রানে উইকেটের পেছনে ক্যাপ দিয়ে প্যাভিলিয়নের ফেরেন তিনি।

এর আগে ম্যাককালাম ব্যক্তিগত ৬৫ (৩৫) রানে সাজঘরে ফেরত গেলেও নিজের শততম ম্যাচ স্বরণীয় করার পথে এনেকটাই এগিয়ে ছিলেন গাপটিল। কিন্তু মাত্র একরানের জন্য ক্যারিয়ারের ২২ অর্ধশতক বঞ্চিত হলেন তিনি।

অন্যদিকে একশটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলে গাপটিল সেঞ্চুরি করেছেন ৫টি। ৩৭.৬১ গড়ে মোট রান ৩ হাজার ২৩৫। ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৯ (অপরাজিত)।

কিউইদের আরেক ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম বিশ্বকাপের এ আসরের প্রথম এবং ব্যক্তিগত ২৮তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।

বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।