ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

মেলবোর্নে নামছে অজি-ইংলিশর‍া

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
মেলবোর্নে নামছে অজি-ইংলিশর‍া ছবি : সংগৃহীত

ঢাকা: একলাখেরও (এক লাখ চব্বিশ) বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংলিশদের মুখোমুখি হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ক্রিকেটের এগারতম আসরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার ম্যাচটি শুরু হবে।



অস্ট্রেলিয়ার পূর্ব মেলবোর্নের ইয়ারা পার্কে এ স্টেডিয়ামটি ১৮৫৪ সালে উন্মুক্ত করা হয়। ১৮৭৭ সালে এ মাঠে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি ছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে।

দর্শক ধারণক্ষমতা এক লাখ ২৪ জন হলেও, ১৯৭০ সালে ভিএফএল গ্র্যান্ড ফাইনালে চার্লটন-কলিংউডের মধ্যকার ম্যাচে এক লাখ ২১ হাজার ৬৯৬ জন দর্শক খেলা উপভোগ করেন।

উইকেট সহায়ক এ পিচে সর্বোচ্চ সংগ্রহ ৩৪৪ রান (বিশ্ব একাদশ)।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ও ফাইনালসহ বিশ্বকাপের এবারের আসরে এ স্টেডিয়ামে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাগুলো হল-ভারত-দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ-শ্রীলংকা, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ও ফাইনাল।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।