ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিঞ্চ-ওয়ার্নারের ব্যাটে বিশ্বকাপ মিশন শুরু অজিদের

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ফিঞ্চ-ওয়ার্নারের ব্যাটে বিশ্বকাপ মিশন শুরু অজিদের

ঢাকা: ঝড়-বৃষ্টির শঙ্কা নিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দিবারাত্রির ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও  ইংল্যান্ড। সকালে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

অস্ট্রেলিয়ার পক্ষে ওপেনিং করতে নেমেছে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় (স্থানীয় সময় দুপুর আড়াইটা) সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়।

ইংলিশদের পক্ষে বোলিং ওপেনিং করেন জেমস অ্যান্ডারসন।

স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা এক লাখ ২৪ জন হলেও, ১৯৭০ সালে ভিএফএল গ্র্যান্ড ফাইনালে চার্লটন-কলিংউডের মধ্যকার ম্যাচে এক লাখ ২১ হাজার ৬৯৬ জন দর্শক খেলা উপভোগ করেন।

অস্ট্রেলিয়া দল: জর্জ বেইলি (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, ব্র্যাড হাডিন, জোস হ্যাজেলউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও শেন ওয়াটসন।

ইংল্যান্ড দল: ইয়ন মরগান (অধিনায়ক), জিএস ব্যালান্স, ইয়ান বেল, জো রুট, মঈন আলী, জেমস টেইলর, জোস বাটলার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস আন্ডারসন ও স্টিভেন ফিন

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

** টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠালো ইংলিশরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।