ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হ্যাট্রিক বঞ্চিত ব্রডও

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
হ্যাট্রিক বঞ্চিত ব্রডও স্টুয়ার্ট ব্রড / ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের এগারতম আসরের প্রথম ম্যাচেই স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক বঞ্চিত হন লংকান স্পিনার জীবন মেন্ডিস। দ্বিতীয় ম্যাচে আরেক স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ইংল্যান্ড।

ম্যাচে অজি দুই ব্যাটসম্যানকে পরপর সাজঘরে ফেরালেও চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা স্মিথকে ধরাশায়ী করতে ব্যর্থ হন ইংলিশ পেসার ব্রড।

ব্যক্তিগত ২২ রানে ব্রডের প্রথম শিকারে পরিণত হন ওয়ার্নার। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন শেন ওয়াটসন। রানের খাতা না খুলতেই ব্রডের ছোড়া গুডলেংথ বলে অজি উইকেটকিপার বাটলারের তাল‍ুবন্দি হন তিনি।

তবে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা স্মিথকে ধরাশায়ী করতে ব্যর্থ হলে জীবন মেন্ডিসের মতো সম্ভাবনা জাগিয়ে তিনিও হ্যাট্রিক বঞ্চিত হন।

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার প্রথম ম্যাচে কিউই ব্যাটসম্যান রস টেইলর ও উইলিয়ামসনের উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন জীবন ম্যান্ডিস।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।