ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ সেরা কোরি অ্যান্ডারসন

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ম্যাচ সেরা কোরি অ্যান্ডারসন কোরি অ্যান্ডারসন

ঢাকা:  ২০১৫ বিশ্বকাপের প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন কোরি অ্যান্ডারসন।   ক্রাইস্টচার্চে  বিশ্বকাপের উদ্বোধণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

এ ম্যাচে ৪৬ বলে ৭৫ রান এবং ১৮ রানে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

মূলত অ্যান্ডারসনের ব্যাটিংয়ের উপর ভর করে শেষ দশ ওভারে নিউজিল্যান্ড ১০১ রান যোগ করে স্কোরবোর্ডে। ফলে ৩৩১ রানের বিশাল পুঁজি পায় স্বাগতিকরা।

বোলিংয়েও কুলাসেকারা এবং রঙ্গানা হেরাথের উইকেট পান অ্যান্ডারসন।

ক্যারিয়ারে এ পর্যন্ত ২৬টি ওয়ানডেতে ৬৮৭ রান করেছেন এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান। বল হাতে শিকার করেছেন ৩৬ উইকেট। ব্যাট হাতে তার সর্বোচ্চ স্কোর ১৩১। ৬৩ রানে পাঁচ উইকেট এখন পর্যন্ত তার ক্যারিয়ার সেরা বোলিং।

বাংলদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।