ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

ক্রিকেট

৬ উইকেটে ৩শ’ পেরোলো অজিরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
৬ উইকেটে ৩শ’ পেরোলো অজিরা সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার ইনিংসের লাগাম টানতে নিজের ৯ম ওভারের প্রথম বলে মিশেল মার্শকে সাজঘরে ফিরিয়েছেন স্টিভেন ফিন। মার্শ ২৩ রান করে আউট হলেও অন্যপ্রান্তে ঝড় তুলছেন ম্যাক্সওয়েল।

মাত্র ৩১ বল খেলেই ৫৪ রান সংগ্রহ করে অপরাজিত রয়েছেন তিনি। ম্যাক্সওয়েলেও ব্যাটে ভর করে ৩০০ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

এর আগে দলকে মজবুত অবস্থানে রেখে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। ৩৭তম ওভারের তৃতীয় বলে মরগানের সরাসরি থ্রোতে রানআউট হন তিনি। এরপর ৩৯তম ওভারের প্রথম বলে ইংলিশ পেসার স্টিভেন ফিন বোল আউট করেন অজি অধিন‍ায়ক জর্জ বেইলিকে।

উদ্বোধনী ব্যাটসম্যান ফিঞ্চ ও অধিনায়ক জর্জ বেইলির দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের মজবুত ভিত তৈরি করে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে ২০০ রান যোগ করতে অজিরা খেলেন ৩৫ ওভার ২ বল।

এর আগে ৭০ রানের মধ্যেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাচের ৭ম ওভারে পরপর দুই বলে স্টুয়ার্ট ব্রড সাজঘরে ফেরান ডেভিড ওয়ার্নার ও  শেন ওয়াটসনকে। এরপর ১১তম ওভারের তৃতীয় বলে দারুণ ফর্মে থাকা স্টিভ স্মিথকে বোল্ড করেন ক্রিস ওকস।

শুরুর দিকের বিপর্যয় কাটিয়ে উঠতে লড়‍াই করে যান উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও অজি অধিনায়ক জর্জ বেইলি। ১২টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ১২৮ বলে ১৩৫ রানে করেন ফিঞ্চ। তাকে সঙ্গ দিয়ে অধিনাক জর্জ বেইলির সংগ্রহ ৬৯ বলে ৫৫ রান। তার ব্যাট থেকে এসেছে ৩টি চারের মার।  

ব্যক্তিগত ৩ রান নিয়ে মিশেল মার্শ এবং ১৬ রান সংগ্রহ করে ম্যাক্সওয়েল ক্রিজে রয়েছেন।

ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ড ব্রড ও স্টিভেন ফিন নেন দুটি করে উইকেট।

অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড:
৩০০/৫ (৪৬. ১)

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

** গ্যালারিতে ক্যাচ নিয়েই মিলছে ১০ লাখ ডলার!
** ফিঞ্চের পর সাজঘরে বেইলি
** দলকে মজবুত অবস্থানে রেখে সাজঘরে ফিঞ্চ
** শতক পেরোলো অজিরা
** সাজঘরে অজিদের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান
** অজি শিবিরে ব্রডের জোড়া আঘাত
** ফিঞ্চ-ওয়ার্নারের ব্যাটে বিশ্বকাপ মিশন শুরু অজিদের
** টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠালো ইংলিশরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।