ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ সেরা ফিঞ্চ

তৌহিদুল আলম, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ম্যাচ সেরা ফিঞ্চ অ্যারন ফিঞ্চ

ঢাকা: বিশ্বকাপের প্রথমদিনের  দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ। ইংল্যান্ডের বিপক্ষে  ১২৮ বলে ১৩৫ রানের ইনিংসটি দলের জয়ে গুরুত্বপুর্ন ভূমিকা রেখেছে।



৭০ রানের মাথায় তিন উইকেট হারিয়ে স্বাগতিকরা বিপদে পড়ে গিয়েছিল। কিন্তু ফিঞ্চের ১৩৫ রানের ইনিংসটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।  
 
জর্জ বেইলির সঙ্গে ১৪৬ রানের পার্টনারশিপ গড়ার পথে এই ইনিংস খেলেন এই ওপেনার। দুজনের পার্টনারশিপেও বেশিরভাগ রান এসেছে তার ব্যাট থেকে।  
এই পার্টনারশিপে ফিঞ্চের ব্যাট থেকে এসেছিল ৯৪ রান। ১২ চার এবং তিনটি ছয়ে তিনি তার ইনিংসটি সাজিয়েছিলেন।
 
ফিঞ্চের ক্যারিয়ারে  এটি ছিল ৪৩ তম ম্যাচ।   এর আগে ৪২ ম্যাচ খেলে ১৫৮২ রান করেছেন এই মারকুটে ওপেনার।   ১৪৮ রানের ইনিংসটিই ক্যারিয়ার সেরা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।